My ClickBD
Thanking & assuring you of our best service. Please feel free to contact us for any further information.. ........................................................................................ Kaysar Ahmed Khan B.A (Hon's), M.A(English), BU Regd. Translator & Consultant M. A. Khan Trade International Government Approved Translation & Consultation Center (Established in 1995 A.D.) Khan Market, Sector-6, Eastern end of the Road No. 10, Next to the Railway Line, Uttara, Dhaka-1230. Contact No(s): 01845-429904, 01911-593242, 01531-950900. E-mail: kaysarahmedkhan@gmail.com, khantradeintl42@gmail.com, kaysarahmedkhan@yahoo.com, haqueenterprise22@gmail.com শুভেচ্ছা নিন। অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা আমাদের প্রতিষ্ঠানটিকে একটি নিবন্ধিত ভাষা অনুবাদ ও পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে আপনার নিকট পরিচয় করিয়ে দিচ্ছি। আমরা ঢাকা’স্থ উত্তরাতে নিবন্ধিত ভাষা অনুবাদ কেন্দ্র হিসাবে অদ্বিতীয় এবং শীর্ষস্থানে রয়েছি। আরও জানাচ্ছি যে, আমরা আপনার/আপনার স্বনামধন্য প্রতিষ্ঠানের বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্রাদির ভাষা অনুবাদ ও নোটারী পাবলিক সংক্রান্ত সেবা প্রদান করতে পারলে অত্যন্ত আনন্দিত হব। আমরা নোটারী পাবলিক সেবা সহ শতভাগ নির্ভুল ও আন্তর্জাতিক মানের অনুবাদ সেবা প্রদান করে থাকি। বর্তমানে গ্রাহকের চাহিদা ও প্রয়োজনীয়তার গুরুত্ব বিবেচনায় নিয়ে আমরা অনলাইন সেবা প্রদান এর ব্যবস্থা করেছি। যার ফলশ্রুতিতে আপনি আপনার/আপনার প্রতিষ্ঠানের জরুরী ও গুরুত্বপূর্ণ কাগজপত্রাদির অনুবাদ/নোটারী পাবলিকের কাজ আমাদের সাথে ফোনে/ই-মেইলে যোগাযোগের মাধ্যমে ঘরে/অফিসে বসেই সম্পন্ন করতে পারবেন। আমাদের ডকুমেন্ট রিসিভ ও ডেলিভারীর জন্য নিজস্ব ব্যবস্থা রয়েছে। ব্যবসায়িক কাগজপত্রের অনুবাদঃ আমাদের সু-প্রশিক্ষণপ্রাপ্ত ভাষা অনুবাদকগণ অর্থনীতি ও বাণিজ্য সংক্রান্ত ভাষা অনুবাদে যথেষ্ট পারদর্শী এবং অভিজ্ঞ। এছাড়াও আমরা আপনার ব্যক্তিগত এবং প্রতিষ্ঠানের বিভিন্ন ধরণের প্রয়োজনীয় কাগজপত্রাদি যেমন বাৎসরিক প্রতিবেদন, কোম্পানী পরিচালনা সংক্রান্ত নীতিমালা, মেমোরেন্ডাম অব এসোসিয়েশন, আর্টিকেল অব এসোসিয়েশন, ব্যবসায়িক চিঠিপত্র, বিচার সংক্রান্ত কাগজপত্র, আদালতের রায়/সমন, বিভিন্ন ধরণের অঙ্গীকারনামা, চুক্তিপত্র, সাধারণ ডায়েরী অথবা অভিযোগ, যোগাযোগ সংক্রান্ত, পত্রিকা, ওয়েব সংক্রান্ত অথবা প্রেজেন্টেশন এবং অন্য যেকোন ধরণের প্রয়োজনীয় কাগজপত্র অনুবাদ করে থাকি। ব্যক্তিগত কাগজপত্রের অনুবাদঃ জন্ম নিবন্ধন, বিবাহের কাবিননামা, বিবাহ সনদ, তালাক সংক্রান্ত কাগজ, কোর্ট ম্যারেজ বা আইনগত বৈধ বিবাহ, যোগ্যতার সনদ, নম্বরপত্র, জমি-জমার দলিল, খাজনা-খারিজ, খতিয়ান, জরিপ, জাতীয় পরিচয় পত্র, ট্যাক্স সংক্রান্ত কাগজপত্র, ব্যক্তিগত বিভিন্ন ধরণের অঙ্গীকারনামা, চিঠিপত্র ও চুক্তিপত্র সহ সকল ধরণের কাগজপত্র। শীর্ষ স্থানীয় পেশাগত অনুবাদ ও পরামর্শ কেন্দ্র হিসেবে আমরা অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ অনুবাদকগণের দ্বারা আমাদের প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রাখতে সর্বদা সচেষ্ট। আমরা দ্রুত গ্রাহকের চাহিদা বা প্রয়োজনীয়তাকে উপলব্ধি করার মাধ্যমে প্রতিকূল পরিস্থিতিতেও একনিষ্ঠভাবে গ্রাহক সেবা প্রদানে একাগ্রচিত্ত। আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে, আপনার/ আপনার সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের অনুবাদ সংক্রান্ত কাজ আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে হলে আমরা এ ব্যাপারে আপনার/ আপনার প্রতিষ্ঠানের অগ্রগতিতে প্রত্যাশিত ভূমিকা রাখতে সফল হব। আমাদের সম্পর্কে আপনার আরো কিছু জানার থাকলে অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। |