My ClickBD
একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের দৈনন্দিন ব্যবসায়িক, আইনী ও দাপ্তরিক কার্যাবলীসমূহ সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য নিম্নোক্ত পদে নিয়োগ প্রদান করার লখ্খে আবেদনকারীদের কাছে আহ্বান জানানো হচ্ছে: পদের নাম: অফিসার ( প্রশাসন) পদের সংখ্যা: ০১ (এক) কাজের ধরন: পূর্ণকালীন। শিখ্খাগত যোগ্যতা: ইউজিসি কর্তৃক স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় হতে বি.এ / বা এল.এল.বি অথবা এল.এল.এম পাশ কৃত অন্যান্য যোগ্যতা: • শুধুমাত্র পুরুষ আবেদনকারী, বয়স ৩০ হইতে ৩৫। • অধিক নম্বরসহ সদ্য সনদপ্রাপ্ত বা পাশকৃত প্রতিভূগণ আবেদন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট বিষয়ে ও কোর্টের কার্যক্রম সম্পর্কে ১-২ বছরের অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। কাজের এলাকা: কেরাণীগঞ্জ, ঢাকা। বেতন: অভিজ্ঞতার আলোকে নির্ধারন করা হবে। অন্যান্য সুবিধাদি: • বাৎসরিক ০২ (দুই) টি উৎসব বোনাস, • মোবাইল ভাতা, • চিকিৎসা ভাতা (ঐচ্ছিক), • অফিসার্স মেস এ রাত্রিযাপন সুবিধা। উপযুক্ত প্রার্থিদের নিম্নে উল্লেখকৃত কর্মকর্তার সাথে মূল যোগ্যতা, অভিজ্ঞতা, চারিত্রিক সনদপত্রসহ যোগাযোগ করার জন্য আহবান করা হচ্ছে জনাব মনিরুজ্জামান ম্যানেজার খাজা সুপার মার্কেট বিল্ডিং নং ৪-এ, (চতুর্থ তলা) পূর্ব আগানগর, কেরানীগঞ্চ ঢাকা ১৩১০ ফোন: ৮৮-০২-৭৭৬৪৫৮৩, মোবাইল: 01726092172 / 01799864455 ওয়েবসাইট: https://ksmbd.yolasite.com Email: khazamarket@gmail.com |