My ClickBD 
				
				
			| কমার্শিয়াল ফ্লোর বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া চলছে!!! পুরান ঢাকার পার্শ্ববর্তী ও গুলিস্তান জিরো পয়েন্ট থেকে পাঁচ কিলোমিটারেরও কম দূরত্বের কেরানীগঞ্জে অবস্থিত খাজা সুপার মার্কেট একটি সুপরিচিত বাণিজ্যিক ভবন। বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা অনুমোদিত এই বাণিজ্যিক ভবন বিগত ২০ বছরেরও অধিক সময় ধরে পাইকারী ও খুচড়া তথা আমদানীকৃত রেডিমেড গার্মেন্টস ব্যবসায়ীদের নির্ভরতার প্রতীক হিসেবে চিহ্নিত এবং সেই প্রয়াস নিশ্চিত করার লখ্খে ভবন কর্তৃপখ্খ নিরলসভাবে ব্যবসায়ীদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে চলেছে। বর্তমানে ভবনটির ৩য় ও ৪র্থ তলায় মোট ২০,০০০ (বিশ হাজার) বর্গফুটের ফ্লোরে মোবাইল, কম্পিউটার, ইলেকট্রনিক্স, কাপড়, জুতা, কসমেটিকস ও পাইকারী মার্কেট এবং ব্যাংক, বীমা-অফিসের জন্য অত্যন্ত সহজ শর্তে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া চলছে। সুবিধা সমূহ: ০১। বুড়িগঙ্গা নদীর সদরঘাট নদী বন্দর এর বিপরীত পার্শ্বের তীরে অবস্থান। ০২। নদীর তীরের বাঁধের রাস্তার ওপর অবস্থান হওয়ায় ভবনের সন্মুখ অংশ সম্পূর্ণ উন্মুক্ত। ০৩। সড়ক ও নৌ উভয় পথেই রয়েছে দেশের যেকোন প্রান্তে যোগাযোগ ও মালামাল আনা-নেওয়ার সুযোগ। ০৪। প্রতিটি দোকানের দুই দিকে রাস্তা, আবার আলোচনা সাপেখ্খে চাহিদা অনুসারে ছোট-বড় মাপ অনুযায়ী বরাদ্দ করা সম্ভব। ০৫। সম্পূর্ণ ভবনটি পাঁচটি ভাগে বিভক্ত বিধায় একাধিক সিঁড়ি দ্বারা একটি আরেকটির সাথে সংযুক্ত। যার ফলে জরুরী সময়ে যেকোন দিক দিয়েই দ্রুত বহির্গমন সম্ভব। এছাড়াও প্রতিটি ভবনে রয়েছে একাধিক সিঁড়ি। ০৬। দুটি ট্রান্সফর্মারের নিজস্ব সাবস্টেশনের মাধ্যমে ১০০০ কেভি বিদ্যূৎ সঞ্চালন সখ্খমতা। ০৭। পাঁচটি গভীর নলকূপের মাধ্যমে সার্বখ্খণিক পানির নিশ্চয়তা। ০৮। সিসি টিভি ও গার্ডের মাধ্যমে ২৪ ঘন্টা নিরাপত্তা প্রদান। ০৯। গো-ডাউন ও কারখানার সুব্যবস্থা। ১০। মার্কেটের পার্শ্ববর্তী দুই দিকের দুই ভবনে ইউসিবি ব্যাংক ও মধুমতী ব্যাংক এর শাখা বিদ্যমান। এছাড়াও মার্কেট থেকে হাঁটা দুরত্বের মধ্যে রয়েছে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে সমূহের শাখা ও এটিএম বুথ। আগ্রহী ব্যাক্তি বা প্রতিষ্ঠানসমূহকে আরও বিস্তারিত জানার জন্য নিম্নের নম্বর অথবা ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। খাজা সুপার মার্কেট আলম মার্কেট রোড (বেড়ি বাঁধ রোড), পূর্ব আগানগর, দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা-১৩১০। ফোন: ৮৮-০২-৭৭৭১৬৯৮, মোবাইল: 01726092172, 01718901224, 01718794209; Web: http://ksmbd.yolasite.com Email: [email protected] | 
 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							